প্রকাশিত: Sat, Jan 20, 2024 8:59 AM
আপডেট: Mon, Jan 26, 2026 11:47 PM

[১]চাল ও সবজির বাজারে স্বস্তি নেই দাম কমেছে পেঁয়াজ আলু মুরগির

মাসুদ আলম: [২] উৎপাদন বাড়ায় সপ্তাহের ব্যবধানে নতুন পেঁয়াজ ও আলুর দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা  কমেছে।  পাশাপাশি ব্রয়লারসহ সব ধরনের মুরগির দামও কমেছে। তবে বাজারে শীতকালীন সবজি ভরপুর থাকলেও দাম কমছে না। গত এক মাস ধরেই এই অবস্থা। কোন একটি সবজি কেজিতে ১০ টাকা কমলে দুইদিন পর আবার ১০ টাকা  বেড়ে যায়। বাজার অধিকাংশ সবজি ৬০ থেকে ১০০ টাকার মধ্যে। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। 

[৩] নতুন আলু ৪৫ থেকে ৫০  টাকা কেজি বিক্রি হচ্ছে। গত সপ্তাহেও এই আলু ৬০ থেকে ৬৫ টাকা দরে বিক্রি হয়েছে। নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৭৫ টাকা। যা গত সপ্তাহে ছিলো ৮৫ থেকে ৯০ টাকা কেজি। দেশি পেঁয়াজ (পুরাতন) ১০০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৯০ থেকে ৯৫ টাকা  কেজি বিক্রি হচ্ছে।  ডিম ১৩৫ টাকা ডজন বিক্রি হচ্ছে। 

[৪] ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা। যা গত সপ্তাহে ছিলো ২২০ টাকা। সোনালি মুরগির কেজি ৩১০ টাকা। গত সপ্তাহে  ছিলো ৩৩০ টাকা। লোকসানের অজুহাত দেখিয়ে  ৭২০ থেকে ৭৫০ টাকা কেজি  বিক্রি হচ্ছে গরুর মাংস।  খাসির মাংসের কেজি  ১০৫০-১১০০ টাকা বিক্রি হচ্ছে।

[৫] সপ্তাহ ব্যবধানে কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়ে মিনিকেট বিক্রি হচ্ছে ৭৩ থেকে ৭৪ টাকা। যা গত সপ্তাহে ছিলো ৭০ টাকা। এছাড়া বিআর-২৮ বিক্রি হচ্ছে ৫৮ থেকে ৬০ টাকা। যা গত সপ্তাহে ছিলো ৫৫ টাকা। 

[৬] শিমের কেজি ৬০ থেকে ৮০, বেগুন ৬০ থেকে ৮০ টাকা কেজি, করলা ৭০, ঢেঁড়স ১০০, পটল ৮০, বরবটি ১২০, ধুন্দুল ৮০, চিচিঙ্গা ৮০, পাকা টমেটো ৬০ থেকে ৭০ টাকা, লাউ প্রতিপিস ৮০ থেকে ১০০ টাকা, কাঁচামরিচ ৮০ থেকে ১০০ টাকা কেজি বিক্রি হচ্ছে। 

[৭] অন্যদিকে বাজারে সব ধরনের মাছ আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে।  পাঙাশ, চাষের কই, তেলাপিয়া মাছের দামও বাড়তি।  

[৮]  ভাটারা নুরেরচালা মতিন স্টোরের মালিক আল ইসলাম ওরফে আলী বলেন, গত সপ্তাহে তুলনায় মিনিকেট ও বিআর চাল ২৮ কেজিতে ৩ থেকে ৫ টাকা বেড়েছে। এছাড়া প্রায় প্রতিটি নিত্যপণ্যের দাম উর্ধ্বমুখী। 

[৯] সবজি বিক্রেতা মো. সুমন বলেন, গত কয়েকদিন ধরে বেশি কুয়াশা পড়ছে। এতে নির্ধারিত সময়ে পণ্যবাহী ট্রাক আসছে না। সে কারণে ঢাকায় তুলনামূলক পণ্য কম আসছে। এছাড়া বৈরী আবহাওয়ার কারণে কৃষকের অনেক সবজি নষ্ট হচ্ছে। এর প্রভাবও পড়েছে বাজারে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব